মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা নিসার উদ্দিনের দাফন সম্পন্ন

0
274

মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিসার উদ্দিন (৭০) ইন্তেকাল করেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় তাঁর মৃত্যু হয়। পরের দিন শুক্রবার সকালে উপজেলার বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কাশিপুর গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবারে বীর মুক্তিযোদ্ধা নিসার উদ্দিন অসুস্থ্য হলে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here