সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

0
255

শ্যামনগর ব্যুরো ঃ পশ্চিম সুন্দরবন সাতীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসার অফিসের সদস্যরা গহীন সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ এক শিকারীকে হাতে নাতে আটক করেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কৈখালী বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সুন্দরবনে ধলের খালের মুখ হতে ওই শিকারীকে আটক করে। এ সময় শিকারির কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস সহ দা ও টর্চ লাইট উদ্ধার করে বন অফিসের সদস্যরা। আটককৃত শিকারী হলো- শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে জব্বার গাজী। সাতীরা সহকারী বন সংরক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবর গোপনে নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ ওই শিকারীকে হাতে নাতে আটক করা হয়। বন আইনে হরিণের মাংস সহ শিকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here