৭ মাসের বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে ছুড়ে ফেলা হয়েছে ! শার্শায় ভয়ংকর সন্ত্রাসী নাসির বাহিনীর সশস্ত্র হামলা, ভাঙচুর ও তান্ডব অব্যাহত : আহত ৯

0
295

বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্ত লাগোয়া পুটখালী গ্রামাঞ্চলের ভয়ংকর সন্ত্রাসী ও ‘মাদক সম্রাট’ নাসির বাহিনীর সশস্ত্র হামলা, বাড়ী ভাঙচুর ও তান্ডব অব্যাহত রয়েছে। গত পরশু ওই বাহিনীর হামলায় আহত হয়েছে ৯ জন। এর মধ্যে ৪ জন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত চারজন হলেন, পুটখালী গ্রামের ইসমাইল বিশ্বাসের ৩ ছেলে শাহ আলম বিশ্বাস (৪৮), ওলিয়ার বিশ্বাস (৫২), শাহাজান বিশ্বাস (৪৫) ও শাহ আলমের ছেলে আজমির বিশ্বাস (২৫)। এ ঘটনায় নাসির বাহিনীর বিররুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। অভিযোগে জানাযায়, ঘটনার দিন শাহ আলম তার নিজের বাড়ীর উঠানে ভায়েরদেরকে সাথে নিয়ে অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়ে কথা বলছিলো। এসময় পুটখালীর মাদক সম্রাট ও বাহিনী প্রধান নাসির উদ্দীনের নেতৃত্বে আব্দুল কাদের, ওলিয়ার, জুলফিকার আলীসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দা, চাইনিজ কুড়াল ও হকিস্টিক নিয়ে গেটের ভিতরে ঢুকে আচমকা মারধর শুরু করে। এসময় শাহ আলম সহ তার ভায়েরা দ্রুত বাড়ীর ভিতরে চলে গিয়ে গেট বন্ধ করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ভিতরে ঢুকতে না পেরে ঘরের দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এমনকি আজমিরের ৭ মাসের বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে ছুড়ে ফেলে দেয় সন্ত্রাসী বাহিনীরা। পরে ঘরের ড্রয়ারের তালা ভেঙ্গে তার ভিতর থেকে নগদ টাকা ও গহনা লুট করে চলে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার নিকট আত্বীরা। বেনাপোল পোর্ট থানায় দীর্ঘ বছর ধরে পেস্টিং থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ খবরের সত্যতা নিশ্চিত করেন বলেন, ভয়ংকর সন্ত্রাসী ও ‘মাদক সম্রাট’ নাসিরকে আটকের চেষ্টা চলছে। প্রেসকাব যশোরে সাংবাদিকদের কাছে ঘটনা বর্ণনা দিতে গিয়ে গ্রামবাসীরা বলেছে, এই বাহীনি পুলিশ কর্তৃক সৃষ্ট। এ জন্য সাধারন মানুষ তাদের কাছে জিম্মি। জীবন হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। গত এক সপ্তাহের তান্ডবে কমপক্ষে ১০ টি বাড়ীতে পুরুষ শুন্য হয়ে পড়েছে। অরক্ষিত অবস্থায় নারী ও রমনীরা অজানা অতংকে দিন-রাত যাপন করছে। গ্রামবাসীরা বলেছে, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান পুলিশ সুপারকে মিথ্যা তথ্যদিয়ে সব সময় সন্ত্রাসীদের আড়াল করে থাকে। তারা এই ভয়ংকর পরিবেশ থেকে স্বদেশে মুক্তভাবে জীবন যাপন করতে চায়। এ জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here