দশমিনায় মোবাইল কোর্টে ১০ ব্যবসায়ীকে জরিমানা

0
352

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী দশমিনা উপজেলায় লকডাউন চলমান রয়েছে। কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস এর প্রকোপ থেকে রা পেতে সরকার প্রদেয় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসন লকডাউনের প্রথম দিন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন এবং সহকারি কমিশনার (ভুমি) মোঃ আবদুল কাইয়ূম দুটি ভাগে বিভক্ত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। মোবাইল কোর্ট এর মাধ্যমে সরকারের প্রদেয় স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন ব্যবসায়িকে ৫হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয় । দশমিনা উপজেলায় প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক সচেতনতা সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। বিনা প্রয়োজনে রাস্তায় বের হলে জবাবদীহিতার করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, সরকার প্রদেয় লকডাউনে সকলকে ঘরে থাকার নির্দেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here