পারুলিয়ায় বিভিন্ন বাইপাস ইটসোলিং সড়কগুলো পুনরায় আবারও মজবুত কাজ করা হচ্ছে

0
245

আবুল হাসান দেবহাটা( সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃসাইফুল ইসলামের ও ইউপি সদস্য মেম্বর এর উদ্যোগে সরকারি অথনে পারুলিয়ার বিভিন্ন বাইপাস সড়কগুলো পুনরায় আবারও মজবুত কাজ করা হচ্ছে। দীঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ইটসোলিং সড়ক সংস্কার করে জনসাধারণের সুন্দর পরিবেশের মধ্যে চলাচলের উপযোগী করে দিচ্ছেন। প্রায় সড়কগুলো পরিদর্শন করেন পারুলিয়ার ইউপি দফাদার মোঃনুরুল ইসলাম। যে মিস্ত্রী দিয়ে কাজ করা হচ্ছে তারা খুবিই দাতা।সরজমিন যেয়ে মজবুত কাজ কাজ করতে দেখা যায় মিস্ত্রীদের কে।এলাকার সকলেই কাজের কারণে ইউপি চেয়ারম্যান কে ও মেম্বার কে স্বাগতম জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here