আশাশুনির রিভারভিউ কেওড়া পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে পিআইও সোহাগ খান

0
275

এমএম সাহেব আলী,আশাশুনি থেকে ঃ আশাশুনি উপজেলার মনোরম পরিবেশে গড়ে ওঠা মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। গতকাল সকালে কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের গা ঘেষে মরিচ্চাপ নদীর তীরে গড়ে ওঠা পার্কটির উন্নয়ন ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ করা হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন উন্নয়ন কাজ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২০২০-২০২১ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় পার্কের প্রধান ফটক এর সামনে আরসিসি কালভার্ট এর কাজ চলছে। কালভার্টের স্লাাব ঢালাই কাজ তদারকি ও কাজের সার্বিক অবস্থা দেখতে সরেজমিন গমন করেন পিআইও সোহাগ খান। এছাড়া পার্কের মেইন গেটের কাজও চলছে। কাজ পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নিয়মমত কাজ সম্পন্ন করতে দিকনির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here