“অবশেষে ছিনতাইকারীর গডফাদার মাসুম এর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য রেবিয়ে আসতে শুরু”

0
397

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃঅবশেষে ছিনতাইকারীর গডফাদার মাসুম এর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য রেবিয়ে আসতে শুরু করেছে। তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে প্রশান্ত কুমার ঘোষ গত ২৭জুন বিকাল সাড়ে তিনটার দিকে পাটকেলঘাটা জনতা ব্যাংক শাখা থেকে ১৪লক্ষ টাকা উত্তলোন করে আসার পথে পাটকেলঘাটা-মির্জাপুর পথিমধ্যে বালির গাদা নামক স্থানে পৌছালে প্রসাব করার ছলনা করে তার ভাড়ায় চালিত মটরসাইকেলটি গতিরোধ করেন। এসময় প্রশান্ত ঘোষ একটি কালো রঙের কাপড়ের ব্যাগে ১৪ লক্ষ টাকা নিয়ে মাসুমের বিপরীত দিকে দাড়িয়ে থাকে। সে প্রসাব না করে তার পিছন থেকে হেলমেট দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করতে থাকে এক পর্যায়ে প্রশান্ত ঘোষের ১৪ লক্ষ টাকার ব্যাগটি ধরে টানা হ্যাচড়া করতে থাকে। তার চিৎকারে পথচারিরা এগিয়ে আসলে ছিনতাইকারী মাসুম শেখ ছিনতাই করতে ব্যার্থ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় ছিনতাকারি মাসুমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা হওয়ায় ছিনাতাকারির গডফাদার মাসুম পলাতক রয়েছে। এই মামলার তদন্তকারি অফিসার এস আই মোর্শেদ এর নিকট মোবাইল ফোনে মামলা সংক্রান্তে বিষয়টি জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন বর্তমানে মামলার পর থেকে আসামী পলাতক রয়েছে। এদিকেও এলাকার সাধারণ মানুষের উপর ব্যাপক নির্যাতন নিপিড়ন চালিয়েছে বলে জানিয়েছে ভূক্তভোগী জেয়ালা গ্রামের মঙ্গল সরকার ও ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত ইসলাই শেখের ছেলে মোঃ হাসানুল শেখকে অন্যায়ভাবে মারধোর মান-অপদস্ত করেছিল বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here