জোর পূর্বক জবর দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে প্রশাসনের নিকট অভিযোগ

0
333

শ্যামনগর ব্যুরো ঃ জোর পূর্বক অন্যায়ভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করে জবরদখলকারীরা জমি দখল করেছে। বাদী মোঃ মেজাম্মেল হক মিস্ত্রী জবর দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ, শ্যামনগর বরাবর অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের পক্ষ হতে থানার এস আই মাজহারুল ইসলাম যেয়ে দখল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। জবর দখলকারীরা বাদীকে খুন জখমের হুমকি দিচ্ছে। শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত. তাহের মিস্ত্রীর পুত্র মোঃ মোজাম্মেল হক মিস্ত্রী বাদী হয়ে ২৩/০৬/২১ তারিখ সহকারি কামিশনার ভূমি ও ০৪/০৭/২১ তারিখ অফিসার ইনচার্জ শ্যামনগর বরাবর অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন- তফসিল বর্ণিত সম্পত্তি শ্যামনগর উপজেলার কুলটুকরি মৌজার এসএ খতিয়ান নং ২৪ ও ৮৯, এসএ দাগ নং- ১৫০, ১৫১, ১৯৩, ২০৭, ২০৮, ২০৯, ২১১, ২১৩, ২১৪ দাগে ডিসিআরকৃত জমি ৩ একর ৪৮ শতক এবং রেকর্ডিয় ৩৩ শতক মোট ৩ একর ৮১ শতক জমি আমি বাদী মোজাম্মেল হক মিস্ত্রী ২৬ বছর ধরে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষ বাদী গং এলাকার চিহ্নিত সন্ত্রাসী, পরসম্পদলোভী, জবরদখলকারী, চাঁদাবাজ, প্রভাবশালী এলাকার মৃত. কালাম মিস্ত্রীর পুত্র ইস্রাফিল মিস্ত্রী, ওমর মিস্ত্রী, ওসমান মিস্ত্রী, হযরত মিস্ত্রী, তমির মিস্ত্রীর পুত্র রাজ্জাক মিস্ত্রী, রাজ্জাকের পুত্র আব্দুর রউফ সহ ৯/১০ জন দলবদ্ধ হয়ে আমার নিকট মোটা অংকের টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় ইস্রাফিলের নেতৃত্বে আমার উক্ত তফসিল বর্ণিত জমি জোর পূর্বক অন্যায়ভাবে দখল করে। আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জবর দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করি। জেলা প্রশাসক সহকারি কমিশনার ভূমি, শ্যামনগর কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সহকারি কমিশনার ভূমি কাননগো কে সরোজমিনে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। কাননগো ঘটনাস্থলে হাজির হয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে নালিশী উক্ত ৩ একর ৮১ শতক জমি বাদী মোজাম্মেল হক মিস্ত্রীর অনুকূলে দখল হস্তান্তরের করার ব্যবস্থা গ্রহন করার জন্য সুপারিশ করেন। বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে জবরদখলকারীরা বাদী মোজাম্মেল হক কে খুন জখম সহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে এবং বিচারাধীন থাকা স্বত্ত্বেও প্রশাসনের নিকট অমান্য করে আবারও জমি দখল করায় বাদী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোন সংঘর্ষে না যেয়ে জবর দখলকারীদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে ২৩/০৬/২০২১ তারিখ সহকারি কমিশনার ভূমি ও ০৪/০৩/২১ তারিখ অফিসার ইনচার্জ শ্যামনগর বরাবর অভিযোগ করেন। সহকারি কমিশনার ভূমি ও অফিসার ইনচার্জের নির্দেশে থানার এসআই মাজহারুল ইসলাম ঘটনাস্থলে হাজির হয়ে দখলকারীদের দখল কার্যক্রম বন্ধ করে দেয়। দখলকারীরা আরও ক্ষিপ্ত হয়ে বাদীকে খুন জখম সহ বিভিন্ন হুমকি অব্যহত রেখেছে, এতে বাদী আতঙ্কে ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here