মহেশপুরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দু’ব্যবসায়ী আটক

0
287

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা বাঘাডাঙ্গার আদিবাসী পাড়ার মধ্যে থেকে গত বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে হাপি (২৮) ও আহাব বিশ্বাসকে (২৬) আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান,বুধবার রাত ১০টার দিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মহেশপুরের সীমান্ত বর্তী বাঘাডাঙ্গার আদিবাসী পাড়ার মধ্যে থেকে বাঘাডাঙ্গা গ্রামের পল্লীহাটি পাড়ার নুর ইসলামের ছেলে হাফিজুর রহমান ওরফে হাপি ও একই গ্রামের সবুর বিশ্বাসের ছেলে আহাব বিশ্বাসকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here