ডুমুরিয়ায় রোগ যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

0
582

ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া ঃ খুলনার ডুমুরিয়ায় রোগ যন্ত্রণা সইতে না পেরে ঘরে থাকা কীটনাশক পান করে অজিত মন্ডল(৮১) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৮জুলাই) সকালে থানার বয়ারসিং গ্রামে। নিহত ব্যক্তির ছেলে স্বপন মন্ডল বলেন, আমার বাবা অজিত মন্ডল দীর্ঘদিন যাবৎ হার্ণিয়াসহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় রোগ যন্ত্রনায় ছটফট করতেন। (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে বাবা হাটতে হাটতে গ্রামের অন্য প্রান্তে বসবাসরত আমার বড় ভাই প্রশাস্ত মন্ডলের বাড়িতে যান। সেখানে ঘরে থাকা কীটনাশক পান করে সকাল সাড়ে ৯ টার দিকে তিনি আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here