যশোরে করোনা ওয়ার্ডের রোগীদের বিনামূল্যে ফল ও রোগীর স্বজনদের জন্য খাবার সরবরাহ করছে জুম বাংলাদেশ

0
473

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রোগীদের বিনামূল্যে ফল ও রোগীর স্বজনদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ। প্রতিদিন সকালে ১৫০ জন রোগীর জন্য ফল দুপুরবেলা ২০০ জন রোগীর স্বজনদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে। গত ৬ জুলাই জুম বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। জুম বাংলাদেশ যশোর শাখার আহ্বায়ক শামছুল আলম জানান, যশোর অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। রোগীর সঙ্গে থাকা স্বজনদের খাবার নিয়ে কষ্ট আছে। লকডাউন চলমান থাকায় তারা বাইরে থেকেও কিনতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে রোগীর জন্য ফল, নাস্তা ও দুপুরে রোগীর স্বজনদের খাবার সরবরাহ করছি। তিনি বলেন, প্রতিদিন ২০০ প্যাকেট খাবার সরবরাহ করা হয়। একই সঙ্গে দেড়শ রোগীকে ফল দেওয়া হয়। করোনা সংকট যতদিন থাকবে এ কর্মসূচি অব্যাহত থাকবে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, জুম বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (এন্ট্রি টেরোরিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশ ও জুম বাংলাদেশের কর্মী, শুভাকাঙ্ীদের আর্থিক সহায়তায় বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এদিকে শুক্রবার চতুর্থ দিনের মতো জুম বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত রোগীর স্বজনদের মাঝে খাবার ও ফল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জুম বাংলাদেশ যশোর শাখার আহ্বায়ক শামছুল আলম, সদস্য সচিব সরদার ফরিদ আহমেদ, ক্রাইম এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার জি এম নাজমুল সাকিব, স্বেচ্ছাসেবক ইঞ্জিনিয়ার পলাশ, মো. নাজমুল হোসাইন বাচ্চু, মো. ইমরান হোসেন, মো. হাসানুজ্জামান টোকন, পিয়াস বিশ্বাস, মো. হারুনুর রশিদ, মো. মানিক হোসেন, তানভীর তালুকদার, শামীম হোসেন সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here