আর্স বাংলাদেশ এর উদ্যোগে খাবার বিতরণ

0
416

ুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান আর্স বাংলাদেশ এর উদ্যোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ শামছুল আলম উপস্থিত থেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সকাল সাড়ে সাত ঘটিকায় ২০০ জন করোনা রোগীর স্বজনদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এরপর দুপুর দেড় ঘটিকায় জেসিসি-৯১ (যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ বন্ধুরা) এর ব্যানারে আরো ২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। আর্স বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ শামছুল আলম জানান, কঠোর লকডাউন চলাকালীন দূরদূরান্ত থেকে হাসপাতালে আগত করোনায় আক্রান্ত রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সকাল ও দুপুরের খাবার যোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই কার্যক্রম শুরু করা হয়। প্রতিদিন প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হচ্ছে। গত ৫ জুলাই থেকে শুরু করা মাসব্যাপী এই খাবার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। মোঃ শামছুল আলম আরো বলেন, জেসিসি-৯১ ( যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯১ বন্ধুরা), রোটারী কাব অব যশোর রূপান্তর, আর্স বাংলাদেশ, সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর শাখার ব্যানারে এবং অসংখ্য মানুষের সহযোগিতায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে সকালে ও দুপুরে রান্না করা খাবার বিতরণ ও নিয়মিত অক্সিজেন সরবরাহ করতে পারছি । আজকের সকালের খাবার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এসএমআর রোড শাখার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, আর্স বাংলাদেশ এর পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ বিল্লাল হাসান, পরিচালক (এমএফ) মোঃ মোখলেছুর রহমান, উপ-পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ জসীম উদ্দিন, হিসাবরণ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here