0
203

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে
গ্যারেজ মিস্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন শেখ নামে এক গ্যারেজ মিস্ত্রী খুন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার সময় ছোটনের মোড়ে ওর্য়াড ভিত্তিক শান্তিশৃংখলা কমিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টার দিকে তাকে মৃত্যু ঘোষনা করেন। শাওন শংকরপুর জমাদ্দার পাড়ার আব্দুল হালিম ওরফে টিলে মুন্সির ছেলে। নিহত শাওনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে যশোর কোতয়ালী থানা সুত্রে জানা যায়। তবে এলাকার কেউ কেউ বলছেন বিগত ওয়ার্ড কমিশনার মোস্তফার রোষানলে পড়ে বিভিন্ন মামলার আসামি হতে হয়েছে নিহত শাওনসহ অনেককে। কারন শাওনসহ এলাকার অনেক যুবক স্থানীয় সাবেক ওয়ার্ড কমিশনার মোস্তফার দলে কাজ না করলে তাদের বোমা হামলা চাঁদাবাজি ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি হতে হয়েছে।
হাসপাতালে নিহতের বোন নিলা বলেন, আমার ভাই শংকরপুর টার্মিনাল এলাকায় গাড়ি সার্ভিসিং এর কাজ করে। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছে। রাত ১০দিকে শুনি তাকে দুর্বৃত্তরা পাশের গলি থেকে ধাওয়া করে ছোটনের মোড়ে এলাকার শান্তি শৃংখলা কার্যালয়ে ফেলে ছুরি মেরেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের বোন নিলা।
যশোর ২৫০শয্যা হাসপাতালের ডাক্তার সালাউদ্দিন স্বপন বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে শাওন নামে একজনকে মৃত্যু অবস্থায় আনা হয়। আমরা ধারনা করছি অতিরিক্ত রক্ত রণে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, তার শরীরের বুকে পিটে ১২টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের বেলাল হুসাইন বলেন, ঘটনা শোনার পর আমি ও কোতয়ালী থানার ওসি ঘটনাস্থলে যেয়ে বিভিন্ন তথ্য উদ্বারের চেষ্টা করেছি। আসামি শনাক্ত ও আটকের েেত্র প্রযোজ্য সে তথ্যগুলো আপাতত গোপন রেখে পুলিশ কাজ করছে। তিনি আশা করেন খুব তাড়াতাড়ি অপরাধিরা ধরা পড়বে। তিনি আরো বলেন, যশোর কোতয়ালী পুলিশের পাশাপাশি, ডিবি, চাঁচড়া পুলিশ ফাড়ির ইন্সপেক্টররা আসামি আটকের ব্যাপারে অভিযান শুরু করেছে। কয়েকজনকে জিজ্ঞাসাদের জন্য থানায় আনা হয়েছে বলেও তিনি জানান। যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাশুনেই আমাদের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কারা, কী কারণে শাওনকে হত্যা করেছে পুলিশ তা উদ্ঘাটনের চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here