পানি নিষ্কাশনের পথ আটকিয়ে মাছের ঘের নওয়াপাড়া পৌরসভার শতাধিক পরিবার পানিবন্ধী

0
384

স্টাফ রিপোর্টার : অপরিকল্পিত মাছের ঘের করায় নওয়াপাড়া পৌরসভার ৫নং বুইবারা ওয়ার্ডের শতাধিক পরিবার প্রায় দুইমাস পানিবন্ধী হয়ে জীবনযাপন করছেন। পানি নিষ্কাশনের দাবিতে ওই সব অসহায় লোকজন আজ (রোবারবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর গণদাবিনামা পেশ করেছেন। জানা গেছে, পৌরসভার নওয়াপাড়া – ধোপাদী সড়কের দেবুর মিলের পাশের কালভার্ট ও নওয়াপাড়া – সরখোলা সড়কের সরকারি গোরস্তানের পাশের কালভার্ট বন্ধ করে বুইকারা গ্রামে বসবাসকারি রুহল আমিন ও লিটু বেগম মিলে ওই এলাকার ফসলি জমির ওপর মাছের ঘের করেছে। এতে পৌর সভার ঘনবসতি পূর্ণ ওই এলাকায় প্রায় একশত পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। চলতি বর্ষ মৌসুমের শুরুতে ওই এলাকার লোকজন পানিবন্ধী হয়ে অসহায় জীবনযাপন করছেন। পানিবন্ধী মোশারফ হোসেন বলেন, ‘আমার বাড়ির উঠানে হাটু পানি, রান্না করার কষ্ট, টয়লেট বাথ রুমের কষ্ট নিয়ে প্রায় দুইমাস অতিবাহিত করছি। স্থানীয় কাউন্সিলর ওই ঘের মালিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বলেছেন। কিন্তু তারা তার সুরহ করেনি। এখন দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে আমরা একটি গণদাবিনামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবর পেশ করেছি।’ এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, ‘আমি ওদের মেয়র সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। ওনি না পারলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here