ঝিনাইদহে মোটরসাইকেলের কভার থেকে গাঁজা উদ্ধার

0
242

ঝিনাইদহ প্রতিনিধি : রবিবার রাত ১০ টার টিকে ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানায় ইউনিয়নের ঢোল সমুদ্দুর পুকুর এর পাশে এসএসবি ইটভাটা সংলগ্ন রাস্তার উপরে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে বসে থাকলে, টহল পুলিশের সন্দেহ হলে তারা প্রধান সড়কে গাড়ি থামিয়ে সেদিকে অগ্রসর হলে একটি এ্যাপাচি আরটিআর নিউ মডেলের গাড়ি ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ অল্প পরিমাণ গাঁজা, একটি চাকু ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। গাড়ীটির সিট খুলতে না পারায় এর নীচে অবৈধ কিছু আছে কিনা নিশ্চিত হওয়া যায় নায়। উপস্থিত স্থানীয় কয়েকজন ধারণা করছেন, এসএসবি ইটভাটার ম্যানেজার লিটনের সাথে এদের যোগাযোগ থাকতে পারে। পুলিশ মোটরসাইকেল টি থানায় নিয়ে গেছে। মোটরসাইকেলের কোন মালিক এখনও পওয়া যাইনি। পুলিশের ধারনা মাদক কারবারিরা পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল ফেলে রেখে চলে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here