নড়াইলে সাইবার সেফটি অর্গানাইজেশন নামে সংগঠনের আত্মপ্রকাশ

0
276

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : সাইবার বুলিং ও ফেসবুক আইডি বা পেজ হ্যাক প্রতিরোধ করা ও রক্ষা করতে নড়াইলের এক ঝাঁক তরুণের উদ্যোগে সাইবার সেফটি অর্গানাইজেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার অনুপ্রেরণায় ও নড়াইলের পুলিশ সুপারের সহযোগিতায় বৃহস্পতিবার একটি সেমিনারের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এ সংগঠনটি পরিচালনা করছেন স্থানীয় শিক্ষিত কজন যুবক। তারা হলেন সংগঠনের পরিচালক আশিকুর রহমান সৌরভ, সহকারী পরিচালক ইফাজ আমান, সাইবার এক্সপার্ট উসল আহমেদ জিসান, সদস্য মাহিন আহমেদ অপু ও আশিক রহমান। সংগঠনের পরিচালকরা জানান, আমাদের লক্ষ হলো সমাজ ও দেশ থেকে সাইবার অপরাধ নির্মূল করা। কোন ব্যাক্তির ফেসবুক আইডি বা পেজ হ্যাক হলে বা কোন আইডি থেকে অশ্লীল ভিডিও বা বিতর্কিত কোন ভিডিও ভাইরাল হলে আমাদের ওয়েব সাইটে অভিযোগ করলে আমরা সে সমস্যা সমাধান করবো। এ সংগঠনটি নতুন একটি এ্যাপসও চালু করতে যাচ্ছে। যার নাম হেল্পস ফর নড়াইল । এখান থেকে সকল প্রকার জরুরী সেবা পাবেন নাগারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here