মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

0
302

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ৬ বছরের শিশু কন্যা মিম অক্ষত রয়েছে। নিহত খাদিজা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে রাহাতপুরের সুইচগেট সংলগ্ন নহাটা-রাজাপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা যায়, নহাটা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ীতে ফিরছিলো খাদিজা। রাহাতপুর এলাকার চান্দু মোল্যার বাড়ীর সামনে পৌছালে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা খাদিজা ঘটনাস্থলেই মারা যায়। তবে খাদিজার কোলে থাকা তার ছয় বছরের শিশু কন্যা পাশেই একটি ধান ক্ষেতে গিয়ে আচড়ে পড়ে। কিন্তু শিশুটি অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত সুস্থ্য রয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, গাড়ী ফেলে চলক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের দেহও পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিবারের লোকজন আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here