বাঘারপাড়ায় ৫ লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

0
342

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার চায়না জালসহ মৎস শিকারে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ পরবর্তী জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা, বাঘারপাড়া থানার এএসআই দুলাল হোসেন প্রমুখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকারক এসব জাল পেতে বড় মাছের পাশাপাশি রেণু পোনা মাছ ধরছে। দেশীয় প্রজাতির প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২ টি চায়না জাল, ৩টি ভেশাল জাল ও ২টি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা জানান,“ এখন দেশীয় প্রজাতির এসব মাছের প্রজননের মৌসুম। এ মৌসুমে মা মাছ ও মাছের ছোট পোনাগুলো ধরলে এসব প্রজাতির মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশংকা রয়েছে।”তিনি আরো জানান, “মৎস আইন অনুযায়ী সব ধরনের চায়না ও কারেন্ট জাল পেতে মাছ শিকার নিষিদ্ধ। দেশী প্রজাতির সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে এ অভিযান অব্যাহত থাকবে। রবিবার উপজেলার মিরপুর, ঢেপখালি, ধলধলিয়া বিল, ইন্দ্রা গ্রামের পাশ দিয়ে বইয়ে যাওয়া চিত্রা নদীতে অভিযান চালানো হয়েছে। এদিনের অভিযানে মোট ৫ লক্ষ টাকার চায়না সহ ১৫ হাজার টাকার ভেশাল জাল পোড়ানো হয়েছে।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের সংবাদ টের পেয়ে অনেকে নদী থেকে জাল তুলে পালিয়েছেন। এসব অসাধু মাছ শিকারীদের কারণে দেশীয় প্রজাতির মাছ গুলো আজ বিলুপ্ত প্রায়। এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে মৎস আইন ভঙ্গকারীদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।” এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here