মহেশপুরে করোনায় ১১জনের মৃত্যু,শনাক্ত ৩৯

0
300
coronavirus,3d render

মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ মহেশপুরে গত এক সপ্তাহে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৩৯জন। প্রাপ্ত সূত্রে প্রকাশ, রবিবার সকালে উপজেলার পান্তাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুজ্জামান(৪৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার পুন্দরপুর গ্রামের সরদারপাড়ার বাদলের স্ত্রী হোসনেয়ারা(৩৫),স্কুলপাড়ার সানারউদ্দিন খার ছেলে মালেক মেম্বার(৬৫),বিশ্বাসপাড়ার জলিল মন্ডলের ছেলে সাইদুর(৫৭)করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। ২৯শে জুলাই সাড়াতলা গ্রামের সেরেস্তা আলীর ছেলে মাহাতাব উদ্দিন(৫৭) যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৭শে জুলাই ভোলাডাঙ্গা গ্রামের রবিউল মাষ্টারের ছেলে গ্রাম্য ডাক্তার হারন অর রশিদ(৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৬শে জুলাই একতারপুর গ্রামের মতিয়ার রহমানের প্রবাসী ছেলে মোস্তফা মালয়েশিয়ায়(৪৫) মারা যায়। ২৫শে জুলাই একতারপুর খানপাড়ার মুন্তাজ খানের স্ত্রী সদু বিবি(৭০), একইদিন বৈঁচিতলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইজ্জত আলী(৬২) মারা যায়। ২৪শে জুলাই মহেশপুর জমিদারপাড়ার আব্দুর রহমানের ছেলে জিহাদ(২১) যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একইদিন রাখালভোগা গ্রামের তপে বিশ্বাসের ছেলে শামছুল ইসলাম(৬০)বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে মহেশপুর উপজেলায় মৃতের সংখ্যা দাড়ালো ৬১ জনে এবং আক্রান্তের সংখা ৫৪৯জন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here