রাসেল মাহমুদ।। দ্রুত ও ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের শেষ সীমানা থেকে ঘুনি রাস্তার অংশ টুকু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে দেখাযায়, যশোর জেলার অভয়নগর উপজেলার শেষ সীমানা থেকে যশোর সদরের ঘুনিরাস্তা পর্যন্ত দ্রুততম যশোর-খুলনা সড়ক’টি যানবহনের চাকার চাঁপে দেবে যেয়ে গভীর ক্যানাল বা ড্রেনের সৃষ্টি হয়ে গেছে।
জানা যায়, যশোর-খুলনা মহাসড়কের এঅংশের কাজ সম্পন্ন করেন “তমা গ্রুপ” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ শেষ হতে না হতে’ই মহাসড়ক জুড়ে যানবহনের চাকার চাপে গভীর ক্যানাল আর ছোট-ছোট অগণিত ক্ষতের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ক্ষতিসাধীত হচ্ছে জানমালের। চরম এ দুর্গতি লাঘবে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ চান এলাকাবাসী।
দেখাগেছে মহাসড়কে সৃষ্ট গর্তে বালি মাটি দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। কিন্তু বৃষ্টির পানিতে তা আরও দূর্ভোগের কারণ হয়ে দেখা দিচ্ছে। দেখে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশে অত্যান্ত গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম মহাসড়ক। এযেন কর্দমাক্ত গ্ৰামের মেঠো পথ।















