তালার হরিহরনগরে ঔষুধের দোকানে হামলা-লুটপাট ঘটনায় পুলিশ তদন্তে যাওয়ায় আবারও হামলা

0
290

স্টাফ রিপোর্টার, তালা ॥ তালার হরিহরনগরে ঔষুধের দোকানে হামলা-লুটপাটের থানা পুলিশে অভিযোগ করায় প্রতিপক্ষরা আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ আগষ্ট) পুলিশ তদন্তে গেলে, ঘটনার সত্যতা স্বীকার করায়, অন্যান্য দোকানদারদের উপর সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় প্রতিপক্ষ সহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। জানযায়, শুক্রবার (৬ আগষ্ট) সকালে চাঁদার দাবীতে হরিহরনগর বাজারে শাহনাজ মেডিকেল হল নামক ফার্মেসীতে হামলা ও লুটপাট করে স্থানীয় কয়েক নেশাখোর যুবক। এ ঘটনায় ভুক্তভোগীরা তালা থানায় অভিযোগ করলে তালা থানার এস আই আবু কওছার সরেজমিন ঘটানার তদন্তে যান। তদন্ত শেষে পুলিশ চলে আসার সাথে সাথেই ঘটনার সত্যতা স্বীকার করার অপরাধে আশপাশের দোকানদারদের উপর চাড়াও হয় আসামীরা। এ সময় তারা চায়ের দোকানদার দিদারুল গোলদার (৫৫) সহ ২/৩ জন দোকানদারকে মারপীট করে তারা। ঘটনার বিবরণে আরও জানাযায়, গত শুক্রবার (৬ আগষ্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়েনের হরিহরনগর বাজারে শাহনাজ মেডিকেলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী হামলায় দোকানের মালিক আলমগীর হোসেন সহ প্রতিবেশী আয়াতুল মিজান রকি (৩২) ও রাশেদ গোলদার (২৭) আহত হয়। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলমঙ্গীর হোসেনের পিতা মোসলেম গোলদার জানান, শুক্রবারের হামলার ঘটনায় থানায় অভিযোগ করি। শনিবার বিকালে তালা থানার এস আই আবু কওছার ঘটনার তদন্তে আসেন। তিনি তদন্ত করে চলে যাওয়ার সাথে সাথে হরিহরনগর গ্রামের সামাদ গোলদারের ছেলে সাথী গোলদার (৩৬), স্বাধীন (২২), সাত্তার গোলদারের ছেলে মিলন (৩০), ইমন (২৫), রাসেল (৩২) সহ ৬/৭ জন যুবক লাঠিসোটা নিয়ে যারা ঘটনার সত্যতা স্বীকার করেছে তাদের কে হুমকী-ধামকী দেয়। এসময় চায়ের দেকানদার দিদারুল গোলদার সহ ২/৩ জন লাঞ্চিত করে আসামীরা। এ বিষয়ে প্রতিপক্ষ সামাদ গোলদার গং জানান, তাদের সাথে জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছে। পরবর্তীতে আবার ও হামলার বিষয়টি তিনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here