যশোর অফিসঃ যশোর বেনাপোল মহাসড়কে সরকারি নীতিমালা লঙ্ঘন করে নির্মাণ করা ঝিকরগাছা ব্রিজ পূর্ণ নির্মাণ করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্সবাদী) জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক অনিল বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে ব্রিজটি করা হচ্ছে। এতে সরকারের অর্থ অপচয় হচ্ছে। নীতিমালা অনুয়ায়ী ব্রিজটি পূর্ণ নির্মাণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপিস্থত ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, আশরাফুজ্জামান বাবু, আব্দুর রহিম প্রমুখ।














