সোচ্চার ফারিয়া

0
405

স্টাফ রিপোর্টার : সাইবার বুলিং নিয়ে তারকাদের হয়রানি নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা সবসময় হয়ে থাকে। তাই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিষয়টি নিয়ে সোচ্চার ফারিয়া বলেন, কারও ছবিতে কোনো কারণ ছাড়া কুৎসিত কমেন্ট করে কি ধরনের আরাম অনুভব করতে পারে একটা মানুষ? কমেন্ট সেকশনে মাঝে মাঝে কিছু অশ্লীল ছবি দেখি- এসব তো বিকৃত মানসিকতার লক্ষণ! আপনার যদি মনে হয় কাউকে ছোট করে, অপমান করে কিংবা কষ্ট দিয়ে আপনার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নেই! কারও সঙ্গে মজা করা আর কাউকে ছোট করা এক জিনিস নয়। মনগড়া কিছু লিখে কাউকে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই। এদিকে, করোনাকালীন ফারিয়া নিজেকে সুরক্ষিত রাখতে বিরতি দিয়ে শুটিং করছেন। এ ছাড়া সামনে নতুন প্ল্যাটফরম চরকিতে ‘মুন্সিগিরি’ নামের একটা ওয়েব ফিল্ম আসবে তার। যেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও জানালেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here