স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার চাঞ্চল্যকর ভ্যানচালক ইকরাম হত্যার রহস্য উšে§াচনসহ আসামীকে আটক করেছে যশোর পিবিআই সদস্যরা। একই সাথে লুন্ঠিত ভ্যানটি উদ্ধার করেছে পিবিআই। পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদারের সঠিক দিক নির্দেশনায় পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একদল সদস্য এসআই স্নেহাশিস দাস গতকাল বৃহস্পতিবার এক ঝটিকা অভিযান চালিয়ে খুনিচক্রের সদস্যদের আটক করে ও তাদের হেফাজতে থাকা ভ্যানটি উদ্ধার করে। আটককৃত আসামীরা হচ্ছে সজীব (২২), ইমন হোসেন (২২), ওয়াসিম সরদার (৩০) ও সালাম সরদার(৩২)। অভিযুক্ত সালাম সরদার এর স্বীকারোক্তি মোতাবেক মণিরামপুর থানার বিজয়রামপুর গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে বাবলু বিশ^াস(৩৫) এর বসত বাড়ী থেকে ভিকটিমের ভ্যান উদ্ধার করা হয়।
যশোরের ঝিকরগাছা থানার কৃর্ত্তিপুর গ্রামের ইকরাম হোসেন @ ইকরাদ(৬০) গরু পালনসহ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ১৯ জুলাই সে তার একটি গরু ৫৯,০০০/- টাকায় বিক্রয় করে। ১৯ জুলাই রাতে ইকরাম হোসেন @ ইকরাদ ঝিকরগাছা থানাধীন কৃর্ত্তিপুর গ্রামে হাওয়ার মোড়ে জনৈক কবিরের চায়ের দোকানে বসে চা পান করে বাড়ীর দিকে যায়।
পর দিন বিকাল ৬টার দিকে তার বাসতবাড়ির পাশর্^বর্তী কলাবাগান থেকে হাত পা বাধা অবস্থায় ইমরান হোসেনের লাশ উদ্ধার করে থানা পুলিশ। ২১ জুলাই উক্ত হত্যাকান্ডের ঘটনায় ইকরাম এর কন্যা মোছাঃ সালমা খাতুন বাদী হয়ে আজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ঝিকরগাছা থানায় এশটি মামলা করে। মামলা নং-১৬, তারিখ-২১/৭/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) ¯েœহাশিস দাশ এর উপর অর্পণ করে। মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ¯েœহাশিস দাসসহ যশোর পিবিআই আভিযানিক দল কর্তৃক পুলিশি অভিযান পরিচালনা করে। পিবিআই যশোরের সদস্যরা ইকরাম হত্যাকান্ডে অভিযুক্ত সজীব(২২), ইমন হোসেন @ ইমন(২২), ওয়াসিম সরদার(৩০) এবং ৪। মোঃ সালাম সরদার(৩২) দেরকে গ্রেফতার এবং ভিকটিমের লুন্ঠিত ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত ওয়াসিম, সজীব ও ইমন এর স্বীকারোক্তি মোতাবেক অভিযুক্ত সালাম সরদারকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সালাম সরদার এর স্বীকারোক্তি মোতাবেক মনিরামপুর থানাধীন বিজয়রামপুর গ্রামের জনৈক বাবলু বিশ^াস(৩৫) এর বসত বাড়ী থেকে ভিকটিমের লুন্ঠিত ভ্যান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য।
হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত সজীব ও ওয়াসিম সরদার পেশায় রাজমিস্ত্রী। তারা ঘটনার সময় ভিকটিমের গ্রামেই বাসা ভাড়া নিয়ে বসবাসসহ ঝিকরগাছা থানা এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। ঘটনার রাতে তারা কৃর্ত্তিপুর গ্রামে হাওয়ার মোড়ে কবিরের দোকানের আশে পাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে। ঘটনার রাতে অভিযুক্তরা ভিকটিম এর বাড়ীতে ভ্যান ও টাকা চুরির উদ্দেশ্যে যায়। টাকা ও ভ্যান জোরপূর্বক নেওয়ার সময় ভিকটিম তাদেরকে বাধা দিলে তারা ভিকটিমকে হত্যা করে মৃতদেহ বসতবাড়ীর পাশর্^বর্তী কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায় মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। অভিযুক্ত সজীব(২২), ইমন(২২), ওয়াসিম সরদার(৩০) ও মোঃ সালাম সরদার(৩২) দেরকে গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক, মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রহমান এর আদালতে সোপর্দ করা হলে আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।
Home
খুলনা বিভাগ যশোরের ঝিকরগাছার চাঞ্চল্যকর ভ্যানচালক ইকরাম হত্যাকান্ডের রহস্য উšে§াচনসহ পিবিআিই যশোরের অভিযানে ৩...














