পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা কলারোয়া থানার ১ কিলোমিটার দুরে চলছে মাদক বিক্রি ও জোয়ার আসর

0
276

সাতক্ষীরা ব্যুরো প্রধান : কলারোয়া থানার ১ কিলোমিটারের মধ্যে চলছে মাদক বিক্রি ও রাতদিন জোয়ার আসর। এলাকাবাসী মাদক বিক্রেতা, সেবী ও জোয়াড়ীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। মাদক ও জুয়া খেলা বন্ধের জন্য এলাকার সচেতন জনগণ পুলিশ ও ডিআইজি মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলারোয়া পৌর এলাকার মধ্যে থানা থেকে ১ কিলোমিটার দূরে ইউরেকা পেট্রোল পাম্পের পিছনে আমবাগানে এলাকার কুখ্যাত জুয়াড়ী শহীদুল ও ভুট্টোর নেতৃত্বে চলছে, জুয়ার আসর, ইয়াবা, ফেন্সিডিল ও গাজা বিক্রি। মাদক সেবীরা নির্বিঘেœ মাদক ক্রয় করে বাগানে বসে সেবন করছে। বাগানের পাশ দিয়ে রাস্তায় চলাচলরত স্কুল কলেজের মেয়ে দেখে অশ্লীল ভাষায় কথাবার্তা এবং অঙ্গভঙ্গিমা করছে এবং উঠতি বয়সের যুবকরা নেশাগ্রস্থ হচ্ছে। মাদক ও জুয়ার আসর পাহারা দেওয়ার জন্য মাদক বিক্রেতা শহীদুল ও ভুট্টোর রয়েছে সন্ত্রাসী বাহিনী। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। থানার নিকটে এধরনের জুয়ার মাদক বিক্রি ও জুয়ার আসর বসায় স্থানীয় পত্রিকা ও অনলাইনে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও কলারোয়া থানা পুলিশের টনক নড়েনি। পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মাদক বিক্রেতা ও জুয়াড়ীরা উল্লাশ করেছে। এলাকার সচেতন জনগন যারা সন্ত্রাসীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না তারা সংবাদ পত্রের মাধ্যমে পুলিশ সুপার ও ডিআইজির হস্তক্ষেপ কামনা করেছেন। যাতে মাদক বিক্রি ও জুয়ার আসর বন্ধ হয় এবং মাদক বিক্রেতাসহ জুয়ার আসর পরিচালনাকারীদের ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় এনে শাস্তি পায়। এব্যাপারে মাদক বিক্রেতা ও জুয়াড়ী শহীদুলের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমার মোবাইল নাম্বার কোথায় পেয়েছেন? আমি ওসবের সাথে জড়িত নয়। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা ১০/১২বার অভিযান চালিয়েছি। কাউকে গ্রেফতার করতে পারিনি। আমাদের অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here