মহেশপুরে ৭ কেজি রুপার অলংকারসহ ২জন আটক

0
252

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ রবিবার রাতে মহেশপুর-জীবননগর সড়কে পরিবহন তল্লাসি করে প্রায় ৭ কেজি রুপার অলংকারসহ ২ চোরাকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির টহল দল অভিযান চালিয়ে যশোরগামী যমুনা পরিবহন তল্লাসি করে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার অলংকার সহ ২জনকে আটক করে। আটককৃতরা হলেন মহেশপুর থানার তৈলটুপি গ্রামের ফজল করিমের ছেলে আব্বাস আলী(৪০) ও পার্শ্ববর্তী জীবননগর থানার মেদিনীপুর গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ আনন্দ(৫০)। এ ব্যাপারে মামলা হয়েছে। সোমবার সকালে আসামীদ্বয়কে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here