যশোরে মাছচাষি ও ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এসেছে এম ওয়াল্ড

0
256

স্টাফ রিপোর্টার : যশোরে মাছচাষি ও ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এসেছে এম ওয়ার্ল্ড। তারা সব ধরণের মাছ সরবরাহ করতে ‘মাছের গাড়ি’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। অ্যাপস ব্যবহার করে মাছচাষি, ব্যবসায়ী, আড়ৎদার ও পরিবহন মালিক সুবিধা পাবেন। বিশেষ করে ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ীরা বেশি উপকৃত হবেন। একসাথে ৪/৫ জন একটি গাড়ি ব্যবহার করতে পারবেন। ফলে তাদের পরিবহন খরচ কমবে প্রায় ২৫ শতাংশ। প্রথমদিকে অ্যাপ বাদেও কলসেন্টারের মাধ্যমেও মোবাইল ফোনে এ সুবিধা পাওয়া যাবে। নিরাপদ ও স্ব্যস্থসম্মত পরিবেশে রেনু থেকে শুরু করে খাবার মাছ পর্যন্ত ‘মাছের গাড়ি’ অ্যাপস ব্যবহার করে দেশের সব প্রান্তে মাছ সরবরাহ করা যাবে। এসব তথ্য উঠে এসেছে যশোরে মৎস্য সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পনা কর্মশালায়। সোমবার (২৩ আগস্ট) স্থানীয় একটি অভিজাত হোটেলে এম ওয়ার্ল্ড এর আয়োজনে ‘মাছের গাড়ি’ প্রকল্পের কর্ম পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের আওতায় মাছ সরবরাহে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। যৌথভাবে ফিড দ্য ফিউচার ও ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিশ প্রকল্প বাস্তবায়ন করছে। এম ওয়ার্ল্ড এর সিইও ডা. কাজী ফয়সাল মাহমুদ জানান, মাছ সরবরাহ ছাড়াও ‘মাছের গাড়িতে’ খাবার ও মাছ চাষের যন্ত্রপাতিও আনা নেয়া যাবে। শুধু বাংলাদেশ নয়, বিশে^ প্রথম হচ্ছে মাছ পরিবহনের জন্য এ ধরনের অ্যাপ। তিনি আরও জানান, ‘মাছের গাড়িতে’ প্রয়োজনীয় তাপমাত্রা, প্যাকিজিং ও বরফের ব্যবহার করা হবে স্বাস্থ্যসম্মত। মাছের সাথে চাষি বা ব্যবসায়ীদের থাকা লাগবে না। এক সাথে ৪/৫ জন ক্ষুদ্র চাষি বা ব্যবসায়ী একটি পরিবহনে মাছ সরবরাহ করতে পারবেন। সবমিলিয়ে কম খরচে নিরাপদে মাছ সরবরাহ করা যাবে। পাশাপাশি জিপিএস সুবিধার কারণে মাছচাষি, ব্যবসায়ী ও পরিবহন মালিকরা বুঝতে পারবেন মাছের গাড়ি কোথায় অবস্থান করছে।
কর্মশালায় প্রায় ৪০ জন হ্যাচারি, নার্সারি ও বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি, ব্যবসায়ী, আড়ৎদার, পরিবহন মালিক ও চালক অংশ নেন। আলোচনা পর্বে বক্তব্য দেন- যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের মার্কেট সিস্টেম স্পেশালিস্ট হাসনাল আলম, প্রোগ্রাম অফিসার তন্ময় কুমার ঘোষ, এম ওয়ার্ল্ডের প্রোজেক্ট ম্যানেজার মাসুদ রানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here