আশাশুনিতে উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানের আলোচনা সভা অনুষ্ঠিত

0
550

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বড়দল ইউনিয়নের বুড়িয়া গীর্জা চত্বরে সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানের সভাপতি পিয়ুষ হালদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সভাপতি হেনরী সরদার। সম্মানিত অতিথি ছিলেন বড়দল সেন্ট জেভিয়ার্স গীর্জার ফাদার জামরিত্ত নিত্তি (ইলিয়ান)। উপজেলা খ্রীস্টান এসোসিয়েশান সাধারন সম্পাদক মাষ্টার লালন সরদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার, রুহুল আমিন, আশাশুনি প্রেসকাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স কাবের সহ সভাপতি এমএম সাহেব আলী, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশান সহ-সভাপতি মতি সিং, কনিকা মন্ডল, সবুজ গোলদার সহ উপজেলার বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি জেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি হেনরি সরদার বলেন, জেলা কমিটির পাশ কাটিয়ে ও স্থানীয় সম্মানিত ফাদারের মতামতকে উপো করে চলমান কমিটির বিপরীতে অগঠনতান্ত্রিকভাবে,গত ১৫/০৭/২০২১ তারিখে গোপনে খুলনা জেলা কমিটির দুই ব্যক্তি ৬ মাসের জন্য একটি কমিটি গঠন করে যার কোন ভিত্তি নেই। তিনি অবৈধ ভাবে গঠিত এ কমিটি স্থগিত ঘোষনা করেন। তিনি উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানের সভাপতি পিয়ুষ হালদার, সাধারন সম্পাদক লালন সরকারের নেতৃত্বে দীর্ঘদিনের পরীতি সদস্যের নিয়ে চলমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here