আশাশুনিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা প্রদান

0
301

আশাশুনি প্রতিনিধি ॥ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলে সৎস্য সপ্তাহের ৪র্থ দিনে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার বিভিন্ন স্থানে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রান্তিক বিভিন্ন ইউনিয়নে গিয়ে চাষীদের বিশেষ পরামর্শ সভা এবং মৎস্য ঘেরের মাটি, পানি পরীক্ষা করা হয়। সদর ইউনিয়নের ধান্যহাটি ও সবদালপুর গ্রামে ২৫ জন মৎস্য চাষীর পুকুর ও মৎস্য ঘেরের মাটি ও পানির পিএইচ, লবণাক্ততা ও অক্সিজেন পরীক্ষা করা হয়। পরীক্ষা থেকে মাটি ও পানির অবস্থাভেদে গুনাগুণ সম্পর্কে আলোচা ও করনীয়তা নিয়ে পরামর্শ প্রদান করা হয়। সাথে সাথে কারিগরি সহায়তা প্রদান করা হয়। কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও ত্রে সহকারী জনাব লিটু ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here