নড়াইলে প্রতিটি শিাপ্রতিষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ

0
267

নড়াইল প্রতিনিধি ঃ গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগি সনাক্ত হয়। এর ১০ দিন পর ১৭ মার্চ বন্ধ করা হয় সমস্ত ধরণের শিাপ্রতিষ্ঠান। পরে ২৩ দফায় শিা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। দীর্ঘ দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) সমস্ত শিাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বদ্ধ ঘরে থেকে দম বন্দ হয়ে পড়া শিার্থীরা প্রাণের শিাপ্রতিষ্ঠানে ফিরেছে। দীর্ঘপথ পাড়ি দেবার পর শিার্থীরা শিা প্রতিষ্ঠানে ফিরে এলে শিার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘদিনের না বলা কথাগুলো বলার চেষ্টা করে। শিকরাও তাদের সন্তান সমতুল্য শিার্থীদের প্রতিষ্ঠানে ফিরে পাওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ব্যানার,ফেষ্টুনসহ নানা রঙে সাজানো হয় প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানের প্রধান ফটকে তৈরি করা হয় নানা ধরণের গেট। নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীার্থী শ্যামা দাস বলেন,এত দিন পর বিদ্যালয়ে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। শিক,বান্ধবীদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দ লাগছে। বিদ্যালয়ের প্রধান শিক মো.জাকির হোসেন সিকদার বলেন,শিার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। তাদের হৈ-হুল্লোড়,আনন্দ,চিৎকার এতদিন শুনতে পাইনি। ঘরে বসেই দিন পার করেছি। তিনি বলেন,সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। নড়াইল সরকারি মহিলা কলেজেও শিার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিকসহ সামাজিক সংগঠন স্বপ্নের খোজে ফাউন্ডেশনের নারী সদস্যরা। এছাড়া সরকারি ভিক্টোরিয়া কলেজ,শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ,গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ সকল শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের ফূলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here