ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পেতে চায় শ্যামনগরে এক নিরিহ ব্যক্তি

0
271

সামিউল মন্টি ঃ শ্যামনগর উপজেলায় খ্যাগড়াদানা গ্রামের বাহার আলী সরদারের পুত্র এলাকার নিরিহ ও শান্তিপ্রিয় মোঃ আদম আলী ষড়যন্ত্রের শিকার। শান্তি শৃঙ্খলা বজায় শান্তিপূর্ন ভাবে বসবাস করার লক্ষ্যে এলাকার ষড়যন্ত্রকারী ও পরসম্পদ লোভীদের হাত থেকে রক্ষা পেতে মোঃ আদম আলী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এলাকায় শান্তিপ্রিয় নিরিহ মোঃ আদম আলী জানায়, তার পিতা বাহার আলী সরদার সহ তার পরিবার দীর্ঘদিন যাবত তপশীল- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খ্যাগড়াদানা মৌজার জেএল নং- ৮৯, খতিয়ান নং (হাল) ২০৪, ২০৫, ১২৭ দাগ নং- ৪৫১, জমির পরিমান – সাড়ে ২৩ শতক সম্পত্তি শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে। এলাকার পরসম্পদ লোভী ষড়যন্ত্রকারী মৃত্যু শাহাদাতের পুত্র মোঃ আজিজ সরদার, মৃত কেফাতুল্যার পুত্র কিনু সরদার, জালাল সরদার, মৃত. সেফাতুল্যার পুত্র গাজী সরদার সহ কয়েকজন ষড়যন্ত্র করে আদম আলীর সম্পত্তি দখল করে। আদম আলী স্থানীয় ইউপি চেয়ারম্যান, এমপি, গ্রাম পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করায় প্রশাসনের পক্ষ থেকে সিমানা নির্ধারন করে দেওয়ায় আদম আলী পিলার দিয়ে সিমানা ঠিক করে শান্তি পূর্নভাবে ভোগ দখল করে আসছে। এঘটনা এক বছর পূর্বে পত্রিকায় প্রকাশিত হয়। এর পরেও গত ১২/০৯/২১ তারিখ উক্ত ষড়যন্ত্রকারীরা জোর পূর্বক দখল করার লক্ষ্যে সিমানা পিলার উঠিয়ে ফেলে ধান চাষ করছে। নিরিহ আদম আলী শান্তি শৃঙ্খল বজায় রাখতে কোন বাধার সৃষ্টি না করে প্রেসকাবের স্মরনাপন্ন হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here