চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ২০২১-২২ রবি মৌসুমের সরিষা, গম, সূর্যমূখী, শীতকালীন পেয়াজ, মুগ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস। অন্যান্যের মধ্যে বিভিন্ন ব্লকের উপ-সহাকারী কৃষি কর্মকর্তারা বক্তৃতা করেন। উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রাশেদুল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে উপজেলার ২১৪০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। সেগুলো হচ্ছে ৩০০ কৃষককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩৫০ কৃষককে ২ কেজি ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৭৭০ কৃষককে কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৫ কৃষককে ১ কেজি সূর্যমূখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৭৫ কৃষককে ১ কেজি শীতকালীন পেয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩০ কৃষককে ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬০০ কৃষককে ১ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।














