চলছে বিহারী লাল শিকদার নৌকাবাইচ মেলার প্রস্তুতি

0
305

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ মেলার প্রস্তুতি চলছে। আগামী ৪ নভেম্বর মধুমতি নদীতে অনুষ্ঠিত হবে বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা। এ উপলক্ষে এক সপ্তাহ আগেই বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা। তারা জায়গা দখল করে নানা ধরনের দোকানপাট সাঁজাতে সময় পার করছে। এছাড়াও এলাকাসহ আশপাশের প্রায় ৫০টি গ্রামের নানা শ্রেনি-পেশার মানুষ অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। তাদের মধ্যেও আনন্দ উল্লাসের কমতি নেই। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দৃষ্টনন্দন এই বিহারী লাল শিকদার নৌকাবাইচ দেখার অপেক্ষায় দিন গুনতে গুনতে কেটে যায় তাদের বছর। মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহম্মদপুর উপজেলা সদরের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিবছর দেখা যায় লোকজ ঐতিহ্য এই নৌকাবাইচ উপভোগ করতে শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই তীরে পার্শবর্তী যশোর, ঝিনাইদাহ, নড়াইল, ফরিদপুরসহ কয়েকটি জেলার লাখো দর্শকের উপস্থিতি। আর তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন জানান, নির্দিষ্ট তারিখেই ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হবে এবং এ বছর ৩০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here