যশোর উদ্যোক্তা পরিবারের আয়োজনে আইটি পার্কে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

0
320

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোর উদ্যোক্তা পরিবার এর আয়োজনে প্রায় দেড় শতাধীক উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলোজি পার্ক অডিটোরিয়ামের এ আয়োজনটিতে যশোর শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালাটিতে ব্যবসা পরিচালনা, ব্যবসা উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। প্রধান অতিথির বক্তব্যে এ আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানান। এ সময় বাংলাদেশকে এগিয়ে নিতে শুধুমাত্র চাকরির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ব্যবসায় উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উদ্যোক্তাদের ব্যবসায় কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন বাস্তবিক বিষয়াদীর ওপরে আলোকপাত করে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন নাসিব যশোর জেলা শাখার পরিচালক মো: তৌহিদুর রহমান বাবু এবং সভাপতি মো সাকির আলী, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও পেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, তরুণ উদ্যোক্তা ও মিউজিক ক্যাফে ও নবাবী কাচ্চির সত্ত্বাধিকারী মেহেদী রাশেদ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন তরুণ আইটি উদ্যোক্তা, যশোর স্টার্টআপের সভাপতি ও যশোর উদ্যোক্তা পরিবারের চেয়ারম্যান জহির ইকবাল। কেক কেটে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন ঘোষণ করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ কর্মশালা পর্ব শুরু হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে পর্বটি পরিচালনা করেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আইটি উদ্যোক্তা জহির ইকবাল। এ পর্বে মাল্টি মিডিয়া প্রেজেন্টশন, আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে ব্যবসায় পরিচালনা, অর্থ ও জনবল ব্যবস্থাপনা, বিজ্ঞাপন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন। প্রশিক্ষণ পর্বটিতে অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। প্রশিক্ষণ পর্ব শেষে সনদ বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here