একক লোকনৃত্যে জাতীয় পুরস্কার পেয়েছে দশমিনার মজুমদার দেবযানী

0
282

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার-২০২১ এ পটুয়াখালীর দশমিনার মজুমদার দেবযানী একক লোকনৃত্যের খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করে জাতীয় পুরস্কার পেয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শিামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুশীলবদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মহড়া কে অনুষ্ঠিত ‘একক লোকনৃত্য’ খ বিভাগে সারাদেশ থেকে আগত ৯৮ জন ক্ষুদে নৃত্যশিল্পীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে মজুমদার দেবযানী। সে উপজেলার আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। মজুমদার দেবযানী লেখাপড়াতেও মেধাবী। মজুমদার দেবযানী বাবা দেবাষীশ মজুমদার বলেন, প্রতিযোগিতার ‘খ’ বিভাগের সেরা দশ এর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আমার মেয়ে। এতে আমি ও আমার পরিবারসহ সংস্কৃতিপ্রেমীরা আনন্দিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here