জাল কাবিননামায় বিয়ে, তিন বছর ধরে ধর্ষণের অভিযোগে মামলা

0
240

স্টাফ রিপোর্টার : যশোরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছা উপজেলার মহেশপুর গ্রামের নুর ইসলামের মেয়ে রেবেকা মুলতানা পারভন ওরফে রেবেকা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। আসামি আনোয়ার হোসেন মিন্টু বগুড়া জেলার গন্ডগ্রামের মতিন চৌধুরীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৩ সালের আসামির সাথে বাদীর বিয়ে হয়। বিয়েরপর থেকেই বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারী মিন্টুকে তালাক দেয় বাদী। চারমাস পর পহেলা জুলাই মিন্টু বাদীর বাড়িতে এসে ক্ষমা চায়। বাদী বিশ্বাস করে মিন্টুকে ক্ষমা করে দেয়। পূনরায় বিয়ের নামে একটি নীল রঙের কাগজে সাক্ষর করিয়ে নেয়। এরপর ফের বাদীকে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে মিন্টুর কাছে একাধিকবার কাবিন নামা চাইলে আজ না কাল বলে ঘুরাইতে থাকে। এক পর্যায় বাদী মিন্টুর সংসার ছেড়ে বাবার বাড়ি যশোরের ছিকরগাছাতে চলে আসে।সর্কশেষ গত ২০ অক্টোবর আাসামি ঝিকরগাছায় বাদীর বাড়িতে আসে। এসময় বাদীীর পিতা তার কাছে কাবিন নামা চায়। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু বাদীকে মারপিট করে। এবং সে স্বীকার করে তাদের বিয়ে হয়নি। প্রতারণার আশ্রয় নিয়ে বিবাহবহির্ভূতভাবে একাধিকবার ধর্ষণের অভিযোগে এ মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here