মণিরামপুরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় নৌকার বিপক্ষে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা

0
294

মোন্তাজ হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি : বুধবার দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা ও ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে। যারা নৌকার বিপে অব¯’ান নিবে তাদের বির“দ্ধে কঠোর সাংগঠনিক ব্যব¯’া নেওয়া হবে। যারা নৌকার বিপে অব¯’ান নিবে তাদের আজীবন দল থেকে বহিস্কার করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফার“ক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি মেহেদি হাসান মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. মনির“ল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী। এছাড়া বক্তব্য রাখেন ও উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সদস্য মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আওয়ামীলীগের সদস্য কামাল হোসেন, হুমায়ন সুলতান সা’দাব, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহসভাপতি বায়েস আহম্মেদ ঝিমু, র“হুল কুদ্দুস, যুগ্ম সাধারন সম্পাদক শিমুল সরকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবু হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, জামাল হোসেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি, বাপ্পী হোসেন, মেহেদি হাসান রাতুল, সেতু প্রমূখ। সভায় ১৬ ইউনিয়নের নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সভায় মনোহরপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানকারি মোস্তফা মহিতুজ্জামান ও দিপালী রায় মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
বর্ধিত সভা সূত্রে জানাগেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পদধারি কোন নেতা নৌকার বিপে অব¯’ান নিলে সাময়িক বহিস্কার, আওয়ামীলীগ সমর্থিত কেউ নৌকার বিপে কাজ করলে তাকে আজীবন বহিস্কারসহ নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here