যশোরে আর্থিক প্রতারনা মামলা

0
229

স্টাফ রিপোর্টার : বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়নগর আমলী আদালত যশোরে বুধবার আর্থিক প্রতারনা মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি জেলার অভয়নগর উপজেলার মৃত গোলাম হোসেনের পুত্র জাহিদুল ইসলাম ওরফে জাহিদ হোসেন। আসামি আবুল হোসেন। খুলনা জেলার খানজাহানআলী থানার জাবদীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র তিনি। মামলা নম্বর : সি আর ৫৭৩/২১। মামলার ধারা ঃ ৪০৬/৪২০ বা:দ:বিধি। ঘটনার বিবরনে জানা যায়, বাদি ও আসামি ইটের ব্যবসা করিত। এক সাথে ওঠাবসা করার কারনে ঘনিষ্ঠতা হলে আসামি আবুল হোসেন ২৭/০৫/২১ তারিখে নিজ হাতে লিখিয়া চার লাখ টাকা বাদি জাহিদুল ইসলাম ওরফে জাহিদ হোসেনের কাছ থেকে ধার গ্রহন করেন। ডকুমেন্ট হিসেবে আসামি বাদিকে উত্তরা ব্যাংক নওয়াপাড়া শাখা যশোরের একটি সঞ্চয়ী হিসাব নং +৪৫৮৯ চেকনং ০১১৩৮৪৪ তারিখ ২৭/০৫/২১ এর চেক প্রদান করেন। শর্ত থাকে যে, পরবর্তী দুই মাসের মধ্যে তিনি ঐ টাকা পরিশোধ করবেন। নির্ধারিত দুই মাস অতিক্রম হওয়ার পর টাকা না দিয়ে আসামি টালবাহানা করতে থাকে আর বলে আজ না কাল। এমতাবস্থায় বাদি ব্যাংকে যায়। ব্যাংক থেকে তাকে জানিয়ে দেওয়া হয় চেকটি আসামির একাউন্ট হিসাবের নয়। অর্থাৎ তা ভিন্ন ব্যক্তির হিসাব নম্বর। এরপর আসামি আত্মগোপনে চলে যায়। গত ৪/১০/২১ তারিখে আসামিকে অভয়নগর উপজেলার মশরহাটি ব্রীজের পাশে সকাল নয়টার দিকে রাস্তায় পেলে চেক ফেরৎ নিয়ে টাকা দিতে বলেন বাদি আসামিকে। এসময় আসামি আবুল হোসেন জানায় সে কোন টাকা নেয়নি। সঙ্গত কারনে টাকা দেওয়ার প্রশ্নই আসেনা। বলিয়া সে চলে যায়। এসময় সেখানে একই গ্রামের ১. আবুল হোসেন, পিতা- মৃত কাছেম বিঃ ২. আজাহার লস্কর, পিতা- মৃত ৩. ঈারভীন ইসলাম, স্বামী নজরুল ইসলাম ৪. আঃ হাই, পিতা- মৃত আলী আহম্মেদ ৫. খাইরুল ইসলাম, পিতা- গোলাম হোসেন উপস্থিত ছিলেন। এরা সেদিনের বিষয়টি স্বচক্ষে দেখেছে। এই ঘটনা জানে ও স্বাক্ষী দেবে। এ বিষয়ে বুধবার বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার পরবর্তী তারিখ : ১১/০১/২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here