সংবাদ সম্মেলনে অভিযোগ/ স্বতন্ত্র প্রার্থীর হামলায় শার্শার বাগআঁচড়ার নৌকার প্রার্থীর প্রায় ৩০ জন আহত

0
235

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন নির্বাচনে প্রচার প্রচারণার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় নৌকা সমর্থকের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মি আহত হয়েছে বলে সোমবার দুপুরে প্রেসকাব যশোরে শার্শা উপজেলার ৮ নম্বর বাগআচড়া ইউনিয়নের নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মো. ইলিয়াছ কবির বকুল অভিযোগ করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নৌকার প্রার্থী, ৮ নম্বর বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুল জানান, আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলার ১০ ইউনিয়নের অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ তাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। সেই মোতাবেক নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় সময় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বামুনিয়া সনাতনকাঠি বাজারে নৌকার নির্বাচনী ক্যাম্পে নৌকার প্রচার প্রচারণার জন্য একটি মিছিল বের হলে নৌকার বিপরে প্রার্থী বিএনপি জামায়াতের স্পাই লেবাজধারী স্বতন্ত্র প্রার্থী মো. মোঃ আব্দুল খালেক ও তার সশস্ত্র ক্যাডার হামলা চালালে নৌকার ২৫/৩০জনকে মারাত্মক ভাবে আহত হয়। হামলায় আনোয়ারুল হোসেন আনার (৪৫), আব্বাস আলী কবির (৪৫), মজিদ হোসেন (২৬), আরিফ হোসেন (২১), আলফি হাসানক (২৮)সহ ২৫/৩০ জন আহত হয়। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারা হলো, ইনামুল বিশ্বাস, মনির বিশ্বাস, মিলন হোসেন, আব্দুল্লাহ, সামছুর, বাবু ও অম্বর। এঘটনার প্রতিবাদে বাগআঁচড়া বাজারে বিােভ মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলেন আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. আসাদুজ্জামান আসাদ, বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেনস প্রমুখ। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ঘটনায় রাতে আব্দুল খালেকসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শার্শা থানায়। এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here