পারুলিয়ার চালতেতলায় আঃসালাম সানা কমিউনিটি কিনিক কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া সম্পুর্ন

0
242

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার ০২ নং-পারুলিয়া ইউনিয়নের ০৯ নং-ওয়ার্ডের চালতেতলায় একমাত্র কমিউনিটি কিনিক।গতকাল করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়ার প্রথম কার্যক্রম। প্রথম ডোজ ভ্যাকসিন সকাল সাড়ে ৮ টা থেকে দিন ব্যাপী ভ্যাকসিন গ্রহন করতে ব্যাক্তিরা লাইন দিয়ে একের পর এক পযার্য়ে ক্রমে নিতে থাকে। অনেকে জানিয়েছে, পুর্ব পাড়া চালতেতলার বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। সকলের কাছে জনপ্রিয় ব্যাক্তি মৃত্যু মুক্তিযোদ্ধা আঃসালাম। তার অবদানের কারনে,আজ প্রতিনিয়োত কমবেশি রুগীদের কে দ্রত্য পথ অতিক্রম করা লাগে না বলে জানিয়েছে। যাহার ফলে চালতেতলার কমিউনিটি কিনিক কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহন করতে স্বাম। করোনার ভ্যাকসিন প্রদানে ছিলেন,মোঃ মশিউর রহমান সানা, সিএইচ সি পি,মিসেছঃ ফারহানা সুলতানা এইচএ, মিসেছঃ নুর-জাহান(লিলি) বেগম এফ ডব্লএ। উপস্থিত,টিকা গ্রহন কারীদের মধ্যে রারী ও পুরুষেরা জানিয়েছেন, সুধু প্রথম ডোজ নয়,বাকী ডোজ ও যাহাতে এই কেন্দ্রে থেকে নিতে পারে এই দাবীর কথা বলেন।ভ্যাকসিন দেওয়ার সময়কালীন নিয়ন্ত্রন কারিদের মধ্যে ছিলেন এলাকার মেহেদী হাসান,মাওলানা মুশাররফ হোসেন, নুর-আলম,মফিজুর,হাবিবুর, হান্নান মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক যশোর পত্রিকার দেবহাটা (সাতীরা) প্রতিনিধি (সাংবাদিক) মোঃ আবুল হাসান সহ-স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা। সরকার কর্তৃক জনগণের উপকারের জন্য যে কষ্ট করে এই মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের ভ্যাকসিনের ব্যবস্থা ও দৌরগড়ায় পৌছায়ে দিয়েছে এব্যাপারে ভ্যাকসিক উপকার ভোগীরা আনান্দীত হয়েছে।এলাকাবাসী খুশি হয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয় কামনা ও স্বাগতম জানিয়েছেন অত্র এলাকার মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here