জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় ৩ ব্যক্তিকে কুপিয়ে জখম

0
235

আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সুতুব আলী ও তার স্ত্রী আরজু বানু এবং আশাদুল হক নামের ৩ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপরা। তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর, যশোর ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত সুতুব আলী ও তার স্ত্রী আরজু বানুর অবস্থা আশংখ্যাজনক বলে জানা যাচ্ছে । তথ্য নিয়ে জানা গেছে, সুতুব আলীর নিকট থেকে মজনু নামে এক ব্যক্তি ৩ শতক জমি বায়নানামা করেন। সুতুব আলী ২ শতক জমি রেজিষ্টি করে দিলেও বাকি এক শকত জমি রেজিষ্ট্রি করে দিচ্ছিল না। এ নিয়ে দু-পরে মধ্যে বিরোধ চরম পর্যায়ে চলে আসে। স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও দত্তনগর ফাঁড়ি পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, এক শতক জমি রেজিষ্টি করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এভাবে কোপানো ঠিক হয়নি। এসআই মাসুদুর রহমান জানান হামলার সঙ্গে জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here