দেবহাটার সাবেক ইউপি চেয়ারম্যানের চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

0
167

ভ্রাম্যমান প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দেবহাটা প্রেসকাবে সংসম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি নওয়াপড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের শান্তি প্রতিষ্ঠা করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। আসন্ন ৩য় ধাপে অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আবারো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি ক্ষমতায় থাকাকালিন সময়ে সরকারি নিয়মনীতি মেনে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছি। আমার ইউনিয়নের মানুষের আপদ-বিপদে পাশে ছিলাম। আমার সময় নওয়াপাড়া ইউনিয়নের মানুষ খুব শান্তিপূর্ণভাবে ছিল। আমি মানুষের জন্য কাজ করায় আমার ইউনিয়নের মানুষ আমাকে এখনো ভালোবাসে। যে কারনে আমি তাদের অনুরোধে আমি আবারো নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমার জনপ্রিয়তায় একশ্রেণির মানুষের ঘুম নষ্ট করার মত হয়ে দাঁড়িয়েছে। যার প্রেক্ষিতে আমার নামে গত ২০ নভেম্বর তারিখে দৈনিক গ্রামের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। আমার বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশ হয়েছে তা সঠিক নয়। এমনকি উল্লেখিত বিষয়ে কোন সত্যতা নেই। আমার বিরুদ্ধে যে সংবাদ লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই। নির্বাচনকে কেন্দ্রে করে আমার ব্যক্তি ইমেজ নষ্ট করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর ফলে আমার নির্বাচনী মাঠে ব্যাপক সুনাম নষ্ট করা হয়েছে। আমাকে অন্যায় ভাবে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন হত্যা ও মানুষ নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। আমার বৈধ অস্ত্র গুলির বিষয়ে প্রশাসনকে অবহতি করা আছে। এবিষয়ে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে। আমার নামে কোন মামলা নেই। আমি উক্ত মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here