আবরার ফাহাদের হত্যা মামলার রায়ে মায়ের সন্তুুষ্টি প্রকাশ

0
373

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : আমার সৃষ্টিকর্তা আমার কথা রেখেছে জালিমরা তাদের কুকর্মের সঠিক শাস্তি পেয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহ ওদের সঠিক বিচার করেছে। এভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কথা বলতে ছিলেন আবরারের মা। বুয়েট শিার্থী আবরার ফাহাদের হত্যা মামলার রায়ে তার মা সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন মামলার যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্তদেরও ফাঁসির আওতায় আনতে হবে তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। তিনি বলেন, এই হত্যাকান্ডের অন্যতম আসামি অমিতের ফাঁসির রায় আশা করেছিলাম । কেননা অমিত ঘটনাস্থলে না থাকলেও ফোনে এবং সব কিছুতেই তার সম্পৃৃক্ততা ছিল। বুধবার দুপুর ১২টা ১২মিনিটে আবরারের মামলার রায় ঘোষনার মুহুর্তে আবরারের মা ছিলেন কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ বাসায়। মামলার রায় শুনতে ১২টার দিকে তিনি টিভির রুমে প্রবেশ করেন এসময় তিনি সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আজ ফাইয়াজের পরীা ছিল কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি কিন্তু আবরার থাকলে ঠিকই ফাইয়াজের পরীার খবর নিত। তিনি আহাজারি করে বলেন, ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আজ দুই বছর দুই মাস এই মামলার রায়ের অপোয় ছিলাম। ১২টা ১২মিনিট টিভির পর্দায় আবরারের রায় ঘোষনা দেখতে পেয়ে তিনি কান্না শুরু করেন, তিনি সাংবাদিকদের জানান, আদালত যে রায় দিয়েছে তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট তবে বাকী ৫জনকে ফাঁসির আদেশ না দেয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তিনি দ্রুত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান। এসময় আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, আমরা রায়ে খুশি তবে সকলের ফাঁসির আদেশ হলে আমরা আরো খুশি হতাম। ফাইয়াজ বলেন, আমরা বাকী ৫জনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। এসময় তাদের পাশে ছিল আবরারের কাকা, মামা, চাচী, মামী, খালতো ভাই সহ বিভিন্ন জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here