চুকনগরে দলিতের উদ্যোগে দুনীতি বিরোধী দিবস পালন

0
289

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ চুকনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে দুনীতি দিবস পালন উপল্েয মানব বন্ধন, সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুকনগর বাসষ্ট্যান্ড চত্বরে মানব বন্ধন অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলিতের হেড অব প্রোগ্রাম অফিসার বিকাশ দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউপির চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। ইউএনডিপির অর্থায়নে কোয়ালিশন ফর দলিত রাইটস (সিএফডিআর) এর বাস্তবায়নে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক সমতা বৃদ্ধি প্রকল্প অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুকনগর প্রেসকাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক ইকবল হোসেন সালাম, এনামুল গাজী, দলিতের প্রোগ্রাম ম্যানেজার যোয়াকিম মন্ডল, গোবিন্দ দাস প্রমুখ। এরপর দলিত ছাত্রছাত্রীদের নিয়ে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “কমলা রঙের বিশ্ব গড়ি, প্রতি সহিংসতা বন্ধ করি,এখনই। সমাজ ও দেশ থেকে দুনীতি দূর করে সুষ্টু,সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলি”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here