বদরতলায় মেম্বর পদপ্রার্থী সকলের কাছে জনপ্রিয়, মৃনাল কান্তি বড়ুয়া এর নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
241

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটা উপজেলার পারুলিয়ার নিকট আশাশুনীর ০১ নং-শোভনালী ইউনিয়নের ০১ নং-ওয়ার্ডে মেম্বর পদপ্রার্থী।নির্বাচনীয় প্রচার-প্রচারনায় মৃনাল কান্তি বড়ুয়া।সে প্রতিনিয়ত ভোটারদের নিকটে যেয়ে দোয়া আর্শীবাদ ও সমার্থনের কার্যক্রম ও গনসংযোগ চালিয়ে যাচ্ছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিক বদরতলা বাজারে নির্বাচনীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ভোটার অধিকার গন্যমান্য ব্যাক্তিরা। মৃনাল কান্তি বড়ুয়া সকলের সহযোগিতা চেয়ে বলেন,আমি আপনাদের সকলের পরিচিত।আমি বিশ্বাস করি,ঈর্ষারের দয়া ও আপনাদের সহযোগিতা ও ভোটের মাধ্যমে বিজয় অর্জনের আশাবাদী। সরজমিন পরিদর্শন কালে স্থানীয়দের কাছে প্রার্থীর বিষয় জানতে চাইলে বলেন,আমাদের জানা ও বিশ্বাস মতে সে ভালো। মৃনাল কান্তি তিনি সাংবাদিক কে জানান, জনগণ আমাকে ভোট দিয়ে মেম্বর করলে,আমি সরকারি সহায়তায় এলাকায় অসংস্কার কাজ কে সংস্কার করে সম্পুর্ন করার লে চেষ্টা করা হবে এমনই জানান বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here