দেবহাটার চালতেতলার হোসেনের মাছের পুকুরে বিষ

0
258

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চালতেতলার হোসেনের মৎস্য পুকুরে বিষ। পুকুরের পানি ছিচ্ছে সুকায়ে মাছ ধরার জন্য মেশিন দেওয়া রয়েছে।গত গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নষ্টের অভিযোগ। স্থানীয় কেউ, হিংসা মূলক ভাবে দৈনিক যশোর পত্রিকার সাংবাদিক আবুল হাসান এর ছোট ভাই হোসেনের মৎস্য পুকুরে বিষ দিয়ে মাছ নষ্টের অভিযোগ।সরজমিন পরিদর্শন কালে যেয়ে পুকুর পাড়ে পলিথিনে এই বিষের আলামত পাওয়া গেছে। এবিষয় স্থানীয় সচেতন মহলের পে প্রশাসনের হস্তপে কামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here