মণিরামপুরে আইন শৃঙ্খলার মুখ থুবড়ে পড়েছে মানুষ চোর আতংকে মধ্যে বিরাজ করছে

0
298

মোন্তাজ হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি : মণিরামপুরে আইন শৃঙ্খলার কার্যক্রমের মুখ থুবড়ে পড়েছে। যে কারণে প্রতি রাতে উপজেলায় যে কোন স্থানে ছোট বড় চুরির ঘটনা ঘটে চলেছে। এলাকার মানুষ মজিদের দান বক্স, সোলার লাইটের ব্যাটারি, গরু, ছাগল, মুদি দোকানের মাল, স্যালোমেশিনসহ বিভিন্ন মালামাল নিয়ে চোর আতংকের মধ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রে জানাযায়, মণিরামপুরে আইন শৃঙ্খলার কার্যক্রমের মুখ থুবড়ে পড়েছে। যে কারণে প্রতি রাতে উপজেলায় যে কোন স্থানে ছোট বড় চুরি ঘটনা ঘটে চলেছে। ২ জানুয়ারী বিজয়রামপুর বেলতলা নামক স্থানে ফারুক হোসেনের মুদি দোকানের টিনের ছাউনি কেটে নগদ ৪ হাজার টাকাসহ বিভিন্ন মালামল, একই স্থানে ৩০ ডিসেম্বর রাতে হানিফের মুদি দোকানের সামনে শিকলের তালা ভেঙ্গে ৭টি গ্যাস সিলিন্ডার, ১ জানুয়ারী জালঝাড়া সিদ্দিকিয়া ফাজির মাদ্রাসা থেকে নতুন বই নিতে আসা ৬ষ্ঠ শ্রেনীর দু’শিার্থী ফাহাদ হোসেনের ১টি বাইসাইকেল, ৯ম শ্রেনীর ছাত্র রাব্বী হাসানের ১টি বাইসাইকেল, ২৯ ডিসেম্বর মোবারকপুর গ্রামের বাবুপাড়ার গোপাল সিংহের গোয়াল ঘর থেকে রাতে ৬টি গরু চুরি করে নেওয়ার সময় এলাকার লোকজন টের পেলে শশ্মান ঘাটে গরু ফেলে চোর পালিয়ে যায়। ৩০ ডিসেম্বর জয়পুর দফাদার পাড়া জামে মজিদ থেকে সোলার প্যানেলের ব্যাটারি ও দানবক্স মধ্যে আনুমানিক ১১শ’ টাকা, উত্তরআলী আজমতের মুদিখানা দোকানের চালের টিন কেটে শুক্রবার রাতে নগদ ৬০ হাজার টাকা বিভিন্নসহ মালামাল, শনিবার রাতে মাঠ থেকে আব্দুল হামিদের একটি স্যালোমেশিনের নাইনটি, টিউবয়েল ও জয়পুর কাঁচারিবাড়ি গৌতমের জুয়ের্লাসের দোকনের চালের টিন কেটে নগদ টাকা ও সোনার মালামালসহ প্রায় লাধিক টাকা, জয়পুর উত্তরআলী নূরে জামে মজিদের দান বক্স মধ্যে আনুমানিক ২ হাজার টাকা, ২৯ ডিসেম্বর রাতে জয়পুর মাঠ থেকে ড্রেজার মেশিনের দুটি ব্যাটারি, ১০ নভেম্বর একই রাতে হরিহরনগর ইউনিয়নের মদনপুর ও শৈলী গ্রামের মাঠ থেকে কৃষক নিছার আলীর ২টি সেচ মেশিন, মোকছেদ আলীর ১টি মেশিন, লুৎফর রহমনের ১টি মেশিন, তাহের সরদারের ১টি মেশিন, মোকলেছুর রহমানের ১টি মেশিন, বাবু মোড়লের ১টি মেশিন, আসাদুজ্জামানের ১টি মেশিন, কলিম উদ্দিনের ১টি মেশিন, রিপন হোসেনের ১টি মেশিন ও সিরাজুল ইসলামের ১টি মেশিন চুরি ঘটনা ঘটেছে। বর্তমান উপজেলার সাধারণ মানুষ চোর আতংকের মধ্যে বিরাজ করছে। প্রশাসন চোরের ঘটনাটি নজর না দিলে চোর চক্র দিনে পর দিন আরো বেপরোয়া হয়ে উঠবে বলে আশংকায় রয়েছে এলাকার সাধারণ লোকজন। ঢাকুরিয়া জাতীয় পাট্ট্রির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানায়, বর্তমান একটি চোর চক্র সরকারের ভাব মুর্তি নষ্ট করার জন্য এলাকায় চুরি ছিনতাই করে বেড়াছে। এদের প্রতিহত করার জন্য প্রশাসনের নজর দিতে হবে। আ’লীগ নেতা আব্দুল সালাম জানায়, প্রতি ওযার্ডে একজন গ্রাম পুলিশ আছে। সে যদি রাতে বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়ায় তাহলে মনে হয় চুরি ছিনতাই কমে যাবে। এলাকার লোকজন প্রশাসনের আশু হস্তপে কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here