তালায় ইটের ভাটায় জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে কাঠ

0
290

পার্থ মন্ডল, তালা : তালায় শাহাদাতপুর কপোতা নদের তীরে মেসার্স এস, এম, এম, ব্রিকস্ এ জ্বালানী হিসাবে পোড়ানো হচ্ছে কাঠ। সরেজমিনে ঘুরে দেখা গেছে তালা উপজেলার সীমানা ঘেঁষে কপোতা নদের তীরে খেশরা তালা সাতীরায় গড়ে উঠেছে মেসার্স এস এম এম ব্রিকস্। এই ইঁটের ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ সংবাদকর্মী উপস্থিতে ভাটার চিপনীর মধ্যে সংবাদকর্মী কে পুড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করেন ভাটা মালিকের কথিত শালা। দেশের এতো আইনের শাসন থাকলেও কার ছত্র ছায়ায় পোড়াচ্ছে কাঠ সেটা বোধগম্য নয়। পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে এ এলাকার। পার্শ্ববর্তী খুলনা জেলার রাড়ুলী ইউনিয়নের বুরহানপুর গ্রাম যেটা তালা ও পাইকগাছা উপজেলার সীমানা।এই গ্রামের কোল ঘেঁষে ইটের ভাটা অবস্থিত। কি ভাবে পেলেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আদেও ইটের ভাটার জন্য কোন ছাড়পত্র পেয়েছে কি সেটাও বাস্তবতার আলোকে বিশ্বাসযোগ্য নয়। এত শত আইন হাজার বাঁধার চোখ ফাঁকি দিয়ে দেদারসে কাঁচা গাছ কেটে জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে ইট। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বারংবার বলছেন “” গাছ লাগান পরিবেশ বাঁচান “”” এভাবে যদি গাছ কাটা হয় তাহলে এই পরিবেশ বান্ধব শ্লোগানের অর্থ কি ?। রাড়ুলী বুরহান পুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ভ্যানচালক জানান মাটি ও কাঠ সরবরাহের জন্য ছোট এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করে গ্রামের ভিতরে বাচ্চা গুলো গাড়ির ভয়ে ভীত থাকে। সাধারণ মানুষ চলাচল করতে পারে না। একি এলাকায় একাধিক মানুষ বলেন ভাটায় কাঠ পোড়ানো কালো ধুঁয়া এতটাই যে তাদের চোখ জ্বলে কোন প্রকার বাড়িতে ঠেকা দায় হয়ে পড়েছে। মেসার্স এস এম এম ব্রিকস্ এর মালিক মোঃ মিনারুল ইসলাম সানার কাছে কাঠ পোড়ানো হচ্ছে কোন নিয়মেই জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের পরিচয় জানতে চান। পরিচয় জানার পর ভাটার ম্যানেজার কে সংবাদকর্মী দের ম্যানেজ করতে বলে দুরত্ব চলে যান। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রশান্ত কুমার ঘোষ মোবাইল ফোন মারফত জানান কাঠ পোড়ানো সরকারি আদেশ অমান্য করা । প্রকৃত অর্থে কাঠ পোড়ানো হচ্ছে এমনটা প্রমাণ হলে অতি দ্রুত আইনের আওতায় আনা হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here