দশমিনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

0
255

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনায় নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। উপজেলা বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের সিকদারবাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. কাইয়ুম হাওলাদার (১৯)। তিনি বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। এই ঘটনায় আহত মটরসাইকেল চালক হৃদয়, গৃহবধূ সেতারা ও মানিক মোল্লাসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের স্বজনরা জানিয়েছেন, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের আবুল সিকদারের স্ত্রী মোসা. সেতারা বেগম (৪৪) বাড়ির সামনের সড়কের পাশের পুকুর থেকে এশার নামাজের জন্য ওজু করে রাস্তা পার হওয়ার সময় একই গ্রামের মামুন সরদারের ছেলে হৃদয় তার চারজন সঙ্গীসহ মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই গৃহবধূ উপরে উঠিয়ে দেন। এতে হৃদয়ের গাড়িতে থাকা কাইয়ুম হাওলাদার (১৯) ঘটনাস্থলেই মারা যান।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এই বিষয় কোন অভিযোগ পাইনি। মারা যাওয়া ব্যক্তির বাড়ি বাউফলে। তাই সেখানে মামলা হতে পারে। আর এখানে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here