ঝিনাইদহে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কালেরকন্ঠে’র যুগপূর্তি পালন

0
289
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ কালেরকণ্ঠ এর যুগপূর্তি উপলক্ষ্যে 10 জানুয়ারী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়াজন করা হয়। অতিথিদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। কালেরকন্ঠ শুভসংঘ এ অনুষ্ঠানের আয়াজন করে। কালেরকন্ঠ শুভসংঘর ঝিনাইদহ জেলা সভাপতি অধ্যক্ষ তোবারক হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ডক্টর এ এইচএম আক্তারুল ইসলাম। ঝিনাইদহ কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর‌ ডক্টর বিএম রেজাউল করিম, আমেনা খাতুন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকূ, মোশারফ হেসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহ জেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও শুভসংঘের সহ সভাপতি গোলাম মোস্তফা লোটন, সিনিয়র সাংবাদিক ইত্তেফাক এর  ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোয়ারদার, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবীর,  প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক কেএম সালেহ ও কালেরকণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ সংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের কণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ।
বক্তাগণ- দৈনিক কালেরকণ্ঠের‌  সাফল্য কামনা করেন এবং আগামী দিন দেশ ও জাতির এগিয়ে নিতে কালেরকন্ঠ আরো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here